আপডেটের সময়ঃ আগস্ট ১০, ২০২২
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে মমতা সঞ্চয় ও ঋনদান কর্মসূচির আওতায় চট্টগ্রামের পটিয়াস্থ পাঁচুরিয়া শাখার আওতাধীন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
গত ৮ই আগস্ট সোমবার পটিয়ার হুলাইন গ্রামে এসব আর্থিক অনুদান প্রদান করা হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে মমতা’র ৮ জন সদস্যদের মাঝে প্রত্যেককে ৩ হাজার টাকা, মমতা’র সদস্য ছাড়াও ১৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং ৩টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান, খাদ্য সামগ্রী এবং সেলাই মেশিন বিতরণ করেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। বিতরণ অনুষ্ঠানের পূর্বে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সার্বিক অবস্থা পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব মো. সুমন, সঞ্চয় ও ঋনদান কর্মসূচির দলনেত্রী সাজিয়া বেগম, মমতার এরিয়া ম্যানেজার এবং পাঁচুরিয়া শাখা ব্যবস্থাপক সহ মমতার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।#