অ্যাপল এয়ারপড বুঝবে শরীরের হালচাল


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ৫, ২০২২

অ্যাপল ওয়াচের পর এখন তাদের এয়ারপডগুলোতে শ্রবণশক্তি, শরীরের তাপমাত্রা ও অঙ্গভঙ্গি পর্যবেক্ষণের মতো স্বাস্থ্য সংক্রান্ত সরঞ্জাম রাখার চেষ্টা করছে। এই পরিকল্পনাগুলো অ্যাপল ওয়াচের বাইরে অন্যান্য ডিভাইসগুলোতে স্বাস্থ্য ও সুস্থতার বৈশিষ্ট্য যুক্ত করতে কাজ করছে অ্যাপল। যদিও অদূর ভবিষ্যতে এই বৈশিষ্টগুলো অ্যাপল তাদের এয়ারপডগুলোতে আনতে পারবে কি-না তার নিশ্চয়তা নেই। আইফোনের সাহায্যে ডিপ্রেশন ও কগনিটিভ ডিক্লাইন নির্ণয়ের চেষ্টাও করছে অ্যাপল। গত মাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, আইফোন রক্তচাপ, তাপমাত্রা, ঘুমের মান, রক্তের অঙিজেন ও রক্তের শর্করার পর্যবেক্ষণসহ অ্যাপল ওয়াচে বিভিন্ন সেন্সর যুক্ত করার উপায় নিয়ে কাজ করছে। অ্যাপল ওয়াচ সিরিজ ৭-এ একটি নতুন মাইন্ডফুলনেস অ্যাপ, ঘুমের সময়ে শ্বাসযন্ত্রের হার ট্র্যাকিং, তাই চি ও পাইলেটস ওয়ার্কআউট রয়েছে যা সামগ্রিক সুস্থতার উন্নতিতে সহায়তা করতে পারে।

অ্যাপল ওয়াচ সিরিজ ৭ হলো প্রথম অ্যাপল ওয়াচ যার ধুলো প্রতিরোধের জন্য একটি আইপি ৬ এঙ সার্টিফিকেশন আছে এবং ডাবলুআর ৫০ ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং বজায় রেখেছে বলে অ্যাপল দাবি করেছে।