আপডেটের সময়ঃ জানুয়ারি ৭, ২০২৩
বন্দর নগরীর চান্দগাঁও থানার মৌলভিপুকুর পাড় এলাকায় আধুনিক রোগ নিরূপন সেবা দেয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে সান ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।
শুক্রবার অনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বিধান চন্দ্র সেনগুপ্ত। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সান ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান দেবাশীষ চৌধুরী দেবু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বিধান চন্দ্র সেনগুপ্ত বলেন, সেবার মানসিকতা নিয়ে সান ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার যাত্রা শুরু করেছে। এই অঙ্গীকার অটুট থাকলে সান ডায়াগনস্টিক বন্দর নগরী চট্টগ্রামের একটি সুপরিচিত রোগ নিরূপন কেন্দ্র এবং গ্রাহকের আস্থার ঠিকানায় পরিণত হবে। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
উদ্বোধন উপলক্ষে সান ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ৫ দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প আর মাসব্যাপী সকল ল্যাব টেস্টের উপর ৫০ শতাংশ ‘বিশেষ ছাড়’ কার্যক্রম শুরু হয়েছে।
৬ই জানুয়ারি থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত ফ্রি হেলথ ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে হেলথ কার্ড বিতরণ সম্বলিত ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। দুই বেলা সীমিত পরিসরে এ সুযোগ থাকছে। পাশাপাশি ল্যাব টেস্টে থাকবে পুরো মাসব্যাপী ৫০ শতাংশ বিশেষ ছাড়।
সান ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে কম্পিউটারাইজড মেশিনে সব রকম প্যাথলজিক্যাল পরীক্ষা, সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, সপ্তাহে সাতদিন চিকিৎসা সেবা, হোম সার্ভিস, বিশেষজ্ঞ ডাক্তার, ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ সেবা, খতনা সেন্টার, ফার্মেসি, অ্যাম্বুলেন্স সার্ভিস, ভ্যাকসিন সেন্টার, সম্পূর্ণ সেন্টার সিসি ক্যামরায় পর্যবেক্ষণ, বিদেশগামী যাত্রীদের মেডিকেল চেকআপ সুবিধা এবং আর্থিক অস্বচ্ছল ও প্রতিবন্ধী রোগীদের জন্য বিশেষ সুবিধা থাকছে।
যাত্রার শুরুতেই সান ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের একঝাঁক নিবেদিত কর্মীর আন্তরিক সেবা প্রদান সেন্টারে আসা সেবা প্রার্থীদের সন্তুষ্ট করেছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা পেয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সী মানুষ।
শুক্রবার কেক কেটে অতিথিদের উপস্থিতিতে সান ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল সহ বিভিন্ন ধর্মীয় আয়োজন এবং এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়।#- বিজ্ঞপ্তি