আপডেটের সময়ঃ জুলাই ২০, ২০২২
আলোকচিত্রী অনুরূপ কান্তি দাশ টিটুর তিন দিনব্যাপী প্রদর্শনী ‘উত্তরের শুভ্রতা’ শুরু হচ্ছে বৃহস্পতিবার। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আবেদীন আর্ট গ্যালারিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদর্শনী উদ্বোধন করবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
অনুরূপ কান্তি দাশ টিটু দেড় দশকেরও বেশি সময় ধরে সংবাদ মাধ্যমে আলোকচিত্রী হিসেবে কর্মরত ছিলেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি দেশের স্বনামধন্য ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টারের চট্টগ্রাম অফিসে আলোকচিত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর তোলা বিভিন্ন ছবি দেশে-বিদেশে আলোচিত হয়েছে। বর্তমানে তিনি ফিনল্যান্ড প্রবাসী।
সেখানেও থেমে থাকেনি আলোকচিত্র শিল্পী অনুরূপ কান্তি দাশ টিটুর পথচলা। উত্তর মেরুর শুভ্রতায় ল্যান্সে চোখ রেখে এঁকেছেন নতুন দৃশ্যপট। সেই সব ছবি নিয়েই এবারের আয়োজন ‘উত্তরের শুভ্রতা’। ২১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
অনুরূপ কান্তি দাশ টিটু এখন চট্টগ্রামকে বলেন, তিন নর্ডিক প্রতিবেশী নরওয়ে, ডেনমার্ক ও আইসল্যান্ডের প্রতিবেশী ফিনল্যান্ড। সেখানকার তীব্র শীত আর শুভ্র প্রকৃতি আমাকে অভিভূত করেছে। ছবি তোলার নেশা আমার ছোটবেলা থেকেই। ষড়ঋতুর দেশ ছেড়ে নতুন এই দেশে পৌঁছে, প্রকৃতির নতুন এই রঙ আর রূপ আমাকে আলোড়িত করেছিল। প্রেরণা যুগিয়েছিল আবার ল্যান্সে চোখ রাখতে। তারই ফলশ্রুতি এই প্রদর্শনী।
প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী চলবে।#