ইউরোপিয়ান ক্লাবকে প্রীতিলতা স্মৃতি জাদুঘর হিসেবে কার্যকর করার দাবী

প্রীতিলতার ৯১তম আত্মাহুতি দিবস

এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯১তম আত্মাহুতি দিবস উপলক্ষে প্রীলতার স্মরণে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল(এমপি)র পক্ষ থেকে পাহাড়তলিস্থ প্রীতিলতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

 

আজ দুপুর ১২টায় পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাবের সম্মুখে প্রীতিলতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধানিবেদন করতে গিয়ে বক্তারা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্নীকন্যা প্রীতিলতার ভূমিকা অনস্বীকার্য। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ১৯৩২সালের আজকের দিনে প্রীতিলতা ইউরোপীয়ান ক্লাবে ব্রিটিশদের হাতে ধৃত হলে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন। তাই আমাদের দীর্ঘ দিনের দাবী ছিল স্মৃতিবিজড়িত  ইউরোপীয়ান ক্লাবকে প্রীতিলতা স্মৃতি জাদুঘর নির্মাণ করা হোক।

 

সেই দাবী কাগজে কলমে অনুমোদন হলেও বাস্তবায়ন হয়নি। তাই আজকের দিনে আমাদের দাবী অচিরেই ইউরোপীয়ান ক্লাবকে প্রীতিলতা স্মৃতি জাদুঘর হিসেবে কার্যকর করা হোক। এখান থেকে যেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে জানতে পারে এবং অনুপ্রেরণা গ্রহণ করতে পারে। এতেই প্রীতিলতার আত্মাহুতি মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে।

 

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহরলাল হাজারী,কাউন্সিলর পুলক খাস্তগীর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু,মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত,সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী,চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, আব্দুল্লাহ আল সাইমুন, সাফায়েত হোসেন রাজু,ওয়াহিদুর রহমান সুজন, মোস্তফা আমান, মোহাম্মদ হোসাইন, তৌহিদুল করিম ইমন, আবু তোরাব, গোবিন্দ দত্ত, আমিনুল ইসলাম রাশেদ, জাহেদ অভি, আজিম উদ্দীন ইমরুল, মেহরাজ সিদ্দিকী পাভেল,আব্বাস উদ্দীন, সাঈদ আজিজ রাকিব, মাহাবী তাজওয়ার প্রমুখ।# বিজ্ঞপ্তি