উইন্ডোজ ১১’র সঙ্গে তাল মেলাতে ক্রোম ইউআই-এ পরিবর্তন


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ৫, ২০২২

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রাখতে ক্রোম ব্রাউজারের ইউজার ইন্টারফেইস ডিজাইনে পরিবর্তন এনেছে গুগল। ক্রোম ৯৬ ব্রাউজারের মাধ্যমে বাজারে অভিষেক হচ্ছে পরিবর্তিত ইন্টারফেইসের। খবর বিডিনিউজের।

অক্টোবর মাসেই বাজারে এসেছে উইন্ডোজ ১১। মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেমের সঙ্গে তাল মেলাতে অ্যাপ নির্মাতারাও প্ল্যাটফর্মটির জন্য নতুন আপডেট উন্মুক্ত করছেন। সেই জোয়ারেই যেন যোগ দিলো গুগল। ৯টু৫গুগল জানিয়েছে, ক্রোম ব্রাউজারের নতুন সংস্করণটি সকল উইন্ডোজ ১১-এর সকল ব্যবহারকারীর জন্যই প্রকাশ করেছে গুগল। এর লক্ষ্যণীয় দিকগুলো হচ্ছে মেনু আইটেমের গোলাকার কোণ এবং ইউজার ইন্টারফেইসের বিভিন্ন ছোটখাটো পরিবর্তন।
তবে পরিবর্তনগুলো ‘বাই ডিফল্ট’ ফিচার হিসেবে নজরে পড়বে না ব্যবহারকারীর। বরং ‘ক্রোম ফ্ল্যাগস’ মেনু থেকে এনাবল করে নিতে হবে পরিবর্তনগুলো। ৯টু৫গুগল জানিয়েছে, ফ্ল্যাগ পিকারে “উইন্ডোজ ১১ স্টাইল ফ্ল্যাগ” হিসেবে দেখা যাবে ফিচারটি।