উদীচীর রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী শুক্রবার

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের উদ্যেগে জেলা শিল্পকলা একাডেমিতে রবীন্দ্র -নজরুল - সুকান্ত জন্মজয়ন্তী

এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ জুলাই ১৩, ২০২৩

অসাম্প্রদায়িক ও সাম্যবাদী চেতনার আধার বাংলা সাহিত্যের তিন মহীরুহ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং সুকান্ত ভট্টাচার্য বাঙালির মানস গঠনে অপরিহার্য ভূমিকা রেখেছেন। তাদের রচনা সাম্প্রদায়িকতা, মৌলবাদ, সাম্রাজ্যবাদসহ সকল অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে আলোকবর্তিকা হিসেবে আমাদের পথনির্দেশনা করে চলছে।

এ সত্যটা আবারো সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যে আগামীকাল ১৪ জুলাই ২০২৩, শুক্রবার, সন্ধ্যা ৬.৩০ মি. জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ আয়োজন করেছে “রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী”।

 

উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে কথামালায় অংশগ্রহন করবেন বিশিষ্ট লেখক,ছড়াকার ও সাংবাদিক রাশেদ রউফ এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবু দেবদুলাল ভৌমিক। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি জসীম চৌধুরী সবুজ।

আলোচনা সভা শেষে রবীন্দ্র পর্বে গান করবেন অভ্যুদয় সাংস্কৃতিক অঙ্গণ, নৃত্য পরিবেশন করবেন সঞ্চারী ললিত কলা একাডেমি ও আবৃত্তি করবেন সঞ্জয় পাল।

 

নজরুল পর্বে দলীয় সংগীত পরিবেশন করবেন স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, দলীয় নৃত্য পরিবেশন করবেন স্কুল অফ ওরিয়েন্টাল ডান্স এবং আবৃত্তি করবেন মিলি চৌধুরী।

 

সুকান্ত পর্বে দলীয় সংগীত পরিবেশন করবেন সৃজামি সাংস্কৃতিক অঙ্গণ, দলীয় নৃত্য পরিবেশন করবেন সৃষ্টি কালচারাল একাডেমী এবং আবৃত্তি করবেন শামীমা ইয়াসমিন।

 

সবশেষে দলীয় সংগীত পরিবেশন করবেন উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীবৃন্দ।

 

আগামীকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রবীন্দ্র -নজরুল -সুকান্ত জয়ন্তীর অনুষ্ঠানমালা উপভোগ করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন উদীচী নেতৃবৃন্দ।# বিজ্ঞপ্তি