আপডেটের সময়ঃ নভেম্বর ১, ২০২২
“শোষনের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান” এই শ্লোগানকে ধারণ করে শনিবার (২৯ অক্টোবর) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের উদ্দোগে ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি জসীম চৌধুরী সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রীতম শুভ, খেলাঘর চট্টগ্রাম মহানগরী’র সম্পাদক মন্ডলীর সদস্য মোরশেদুল আলম চৌধুরী, উদীচী, কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য সুনীল ধর।
সভায় বক্তারা বলেন, উদীচী’র এই দীর্ঘ পথ যাত্রায় আমাদের যে অর্জন তা কখনো কারো চক্রান্তে নস্যাৎ হতে পারে না। উদীচী সবসময় সত্য সুন্দর ও ন্যায়ের পথে আছে এবং থাকবে। উদীচী সবসময় দেশের মানুষকে অধিকার আদায়ের সংগ্রামে পথ দেখিয়েছে। আগামী দিনগুলোতেও উদীচী এ ধারা অব্যাহত থাকবে বলে জানান। যে কোন আন্দোলন উদীচী মানুষের পাশে থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উদীচী নেতৃত্বের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বোধন আবৃত্তি পরিষদের নেতৃবৃন্দ।
সংগীত পরিবেশন করেন অপর্না চৌধুরী, অর্ণা, অর্পিতা, বৃষ্টি দত্ত, অনন্যা ও সীমা দাশ, আবৃত্তি করেন জয়শ্রী,শিলু, জয়তী, অরিত্র ও শর্মিষ্ঠা এবং নৃত্য পরিবেশন করেন মিথিলা দাশ। সমবেত গণসঙ্গীত পরিবেশন করেন উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীকর্মীরা।# – বিজ্ঞপ্তি