আপডেটের সময়ঃ মার্চ ২৫, ২০২৩
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করেছে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ।
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতকির্ত হামলা চালায় নিরস্ত বাঙালির উপর, নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে আক্রমণ করে ঘুমন্ত বাঙালির উপর,কেড়ে নেয় অগণিত সূর্য সন্তানের প্রান।২৫ শে মার্চ কালরাত্রিতে শহীদ হওয়া সেই সব সূর্য সন্তানদের স্মরণ করে অদ্য ২৫ শে মার্চ সন্ধ্যা ৬:টায় উদীচী চট্টগ্রাম জেলা সংসদ শহীদ মিনারের পাদদেশে প্রদীপ প্রজ্বলন ও আলোর মিছিল করে।
এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি সুনীল ধর, সাধারন সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশ, জয়তী ঘোষ, অপর্না চৌধুরী, মৃত্যঞ্জয় দাশ প্রমুখ।
সভায় উদীচী নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ সংঘঠিত হয়েছিল যে বোধ বা চেতনাকে কেন্দ্র করে তারই নাম মুক্তিযুদ্ধের চেতনা।ত্রিশ লাখ প্রানের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তাকে চিরসমুন্নত রাখার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা প্রেরণা যোগাবে আবহমানকাল।# – প্রেস বিজ্ঞপ্তি