আপডেটের সময়ঃ অক্টোবর ২২, ২০২২
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিভাগীয় জেলাসমূহের নেতৃবৃন্দ নিয়ে বিভাগীয় কমিটির এক সভা অদ্য ২১ অক্টোবর শুক্রবার “চট্টগ্রাম একাডেমী” মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই সভায় সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এবং নোয়াখালী জেলার সভাপতি-মোল্লা হাবিবুর রাছুল মামুন। সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামশেদ আনোয়ার তপন এবং কেন্দ্রীয় সংসদের সদস্য মিতা রায়।
উদীচী চট্টগ্রাম জেলাসংসদের সাধারণ সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশের সঞ্চালনায়, অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন শেখ ফরিদ আহমদ, মো. জহিরুল ইসলাম স্বপন, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক জসীম চৌধুরী সবুজ, জহির উদ্দিন বাবর প্রমুখ। সভায় চট্টগ্রাম বিভাগের অধীনস্থ, উদীচী শিল্পীগোষ্ঠী- কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, রাঙ্গামাটি, বান্দরবন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম জেলাসংসদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা, একটি অসাম্প্রদায়িক চেতনার, মৌলবাদমুক্ত, শোষণহীন, সাম্যবাদী সমাজ গঠনে লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। বর্তমান সময়ে যখন বাংলা ও এই ভূখণ্ডের আবহমান সংস্কৃতির ওপর নতুন করে আঘাত এসেছে, যখন ধর্মের অপব্যাখ্যা দিয়ে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, যখন রাজনীতিতে আদর্শের কথা ভুলে গিয়ে নানামুখী আপস দেখা যাচ্ছে, তখন উদীচীর আদর্শ সঠিক পথ দেখাবে, একটি অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ, মৌলবাদমুক্ত, সাম্যবাদী সমাজ গঠনের লক্ষ্যে আজীবন লড়াই-সংগ্রাম চালিয়ে যাবে উদীচী।
সভায়, সর্বসম্মতভাবে -মোল্লা হাবিবুর রাছুল মামুনকে আহবায়ক, শেখ ফরিদ আহমদ ও মো: জহিরুল ইসলাম স্বপনকে যুগ্ম- আহবায়ক এবং জহির উদ্দিন বাবরকে সদস্য সচিব করে চট্টগ্রাম বিভাগীয় কমিটি করা হয়।
সভার শুরুতে জাতীয় সংগীত ও সংগঠন সংগীত পরিবেশন করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীরা।##