ঐতিহাসিক জব্বারের বলী খেলা সোমবার, বসেছে মেলা


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ এপ্রিল ২৩, ২০২২

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলার ১১৩ তম আসর শুরু হচ্ছে রবিবার থেকে। কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সোমবার বিকেলে লালদীঘি গোল চত্বরে।

 

আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতার ১১১ ও ১১২ তম আসর স্থগিত ছিল করোনা মহামারীর কারণে। এবার করোনার প্রভাব কম থাকায় দুই বছর পর আবার হচ্ছে বহুল প্রতীক্ষিত এই আয়োজন। ইতিমধ্যে লালদীঘি মাঠের আশেপাশের এলাকায় পসরা নিয়ে এসে পৌঁছেছেন জেলা ও দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ব্যবসায়ীরা।

 

এসেছে কাঠ, বাঁশ ও বেতের আসবাব পত্র। নানা রঙে রাঙানো মাটির ফুলদানি। বিভিন্ন গৃহস্থালি সামগ্রি। মাটির পুতুল, শোপিস। এই মেলায় প্রতি বছর পসরা সাজিয়ে বসেন হরেক পণ্যের ব্যবসায়ীরা। তারা আসেন চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, ঢাকা, নারায়নগঞ্জ, মানিকগঞ্জ, শরীতপুরসহ অনেক জেলা থেকে।

 

মেলার জন্য চট্টগ্রামের মানুষের অপেক্ষা সারা বছরের। কেউ সারা বছরের ফুলঝাড়ু কেনেন মেলা থেকে। কেউ কেনেন ঘর সাজানোর উপকরণ। কেউ কেনেন দেশিয় নানা জাতের গাছের চারা, পাটি, দা-বটি, বেতের তৈরি আসবাবপত্র।

 

এবারে মেলা হবে রবি, সোম ও মঙ্গলবার। আর বলী খেলা অনুষ্ঠিত হবে সোমবার বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত। এবার বলী খেলায় প্রায় ১৫০ জন প্রতিযোগিতা অংশ নিতে নাম এন্ট্রি করেছেন বলে জানিয়েছেন মেলা কমিটির সভাপতি জহর লাল হাজারী। তাদের মধ্যে থেকে বাছাই করা ১০০ জন কুস্তি খেলায় অংশ নিবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী পাবেন অর্থ পুরষ্কার। এছাড়া প্রত্যেক প্রতিযোগিকে দেয়া হবে এক হাজার টাকা করে।

 

অন্যান্য বছর পাঁচ দিন ধরে মেলা চললেও এবার হবে শুধু তিনদিন। ইতিমধ্যে মেলা উপলক্ষ্যে লালদীঘি পাড়, কে সি দে রোড, সিনেমা প্যালেস এলাকায় ব্যবসায়ীরা বাঁশ ও বিভিন্ন উপকরণ দিয়ে অস্থায়ী কাঠামো তৈরি করছে। মেলায় যেতে মুখিয়ে আছে চট্টগ্রামের নানা শ্রেণি পেশার মানুষ।

 

মেলা উপলক্ষে এই তিনদিন মেলার আশেপাশের এলাকার সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। বিশেষ প্রয়োজন ছাড়া এসব সড়ক এড়িয়ে যেতে বলা হয়েছে নগরবাসীকে।