কক্সবাজারে সেরা বই সংগ্রাহক সম্মাননা ২২ সেপ্টেম্বর


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ সেপ্টেম্বর ১৮, ২০২২

আগামী ২২ সেপ্টেম্বর কক্সবাজার পাবলিক ইনস্টিটিট ও লাইব্রেরির দক্ষিণস্থ হলরুমে শুভ উদ্বোধন হতে যাচ্ছে লেখক, দার্শনিক ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা ২০২২।

 

চার দিনব্যাপী মেলা উদ্বোধন করবেন মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মামুনুর রশীদ মহোদয়।উক্ত অনুষ্ঠানে বিগত মেলার সেরা বই সংগ্রাহক হিসেবে তিনজন বই সংগ্রাহককে দেয়া হবে সম্মাননা পদক। দুইজন বই সংগ্রাহককে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হবে।

 

প্রথম সেরা বই সংগ্রাহকের পদক পাচ্ছেন মহেশখালী-কুতুবদীয়া আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আশেকউল্লাহ রফিক, দ্বিতীয় সেরা বই সংগ্রাহকের পদক পাচ্ছেন চকরিয়া-পেকুয়া আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাফর আলম ও তৃতীয় সেরা বই সংগ্রাহকের পদক পাচ্ছেন যৌথভাবে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত।

 

মেলার আয়োজক মানিক বৈরাগী জানান এবার বই সংগ্রাহকের বিশেষ সম্মাননা পদক পাচ্ছেন যৌথভাবে কক্সবাজার পৌরসভা ও মান্যবর মেয়র মুজিবুর রহমান এবং যৌথভাবে এস এম সাদ্দাম হোসাইন (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখা) ও মারুফ আদনান (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখা)।##