কন্যা শিশু দিবসে তিন পার্বত্য জেলায় ১২ হাজার কিশোরীর কর্মসূচি

“আমরা সুস্থ থাকবো, পরিবেশ পরিচ্ছন্ন রাখবো, ডিজিটাল প্রজন্ম গড়বো”

এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ অক্টোবর ১১, ২০২৩

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৩ উপলক্ষে তিন পার্বত জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির ১৭ উপজেলার ৬১টি ইউনিয়নে ৩০০ গার্লস ক্লাবের মোট ১২ হাজার কিশোরীর অংশগ্রহণে মানবন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।

 

বুধবার এসব ক্লাবের সদস্য কিশোরীরা জেলা, উপজেলা সদর ও ইউনিয়ন পর্যায়ে নিজ নিজ ক্লাব প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করে। ‘আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যত’ প্রকল্পের আওতায় গঠিত এসব ক্লাব এই কর্মসূচি আয়োজন করে।

 

ইউরোপিয় ইউনিয়নের আর্থায়নে সিমাভি ন্যাদারলেন্ড’স এর কারিগরী সহায়তায় ‘বাংলাদেশ নারী প্রগতি সংঘ’ (বিএনপিএস) এর বাস্তবায়ন সহযোগি হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করছে তিন পাবর্ত্য জেলার ১০টি স্থানীয় উন্নয়ন সংস্থা।

 

এবারের আন্তর্জাতিক কন্যা শিশু দিবস-২০২৩ এর প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রজন্ম, আমাদের প্রজন্ম’ এই স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রতিটি কন্যা শিশুর জন্য নিরাপদ পৃথিবী গড়ার দাবি জানান।

 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ডে বিভিন্ন দাবি নিয়ে হাজির হন। এগুলোর মধ্যে ছিল ‘আমরা সুস্থ থাকবো, পরিবেশ পরিচ্ছন্ন রাখবো, ডিজিটাল প্রজন্ম তৈরি করবো’, ‘প্রকৃতির প্রতি যত্নবান হবো, পানির উৎস রক্ষা করব’, ‘পাহাড়ের আদিবৃক্ষ নিধন বন্ধ হোক, ছড়া-ঝর্ণার পানি নিরাপদ থাকুক’, ‘নিজেই স্যানিটারি প্যাড তৈরি করবো, আয় করে স্বাবলম্বী হবো’, ‘জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধ হোক, নির্যাতনকারীর শাস্তি হোক’, ‘বাল্যবিবাহ রোধ করি, কন্যা শিশুর ভবিষ্যত গড়ি’, ‘লজ্জা ভয় দূরে ফেলে, যৌন স্বাস্থ্য সেবা নিবো দরকার হলে’, ‘১০৯ নাম্বারে কল করবো, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ গড়ে তুলবো’, ‘অসচেতন হয়ে বাল্য বিবাহ করে যে, জরায়ু ক্যান্সারে ভোগে সে’, ‘নারী শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো’, ‘নারী শিক্ষা নিশ্চিত করো, আত্মকর্মসংস্থান বৃদ্ধি করো’, ‘পরিবার থেকে সচেতন হবো, নারী- পুরুষের বৈষম্য দূর করবো’- এসব স্লোগান দেয়া হয়।

 

প্রকল্প বাস্তবায়নকারী ১০ স্থানীয় উন্নয়ন সংস্থা হলো- বান্দরবান জেলার অনন্যা কল্যাণ সংগঠন, গ্রাউজ ও তাহজিংডং, রাঙামাটি জেলার প্রগ্রেসিভ, হিল ফ্লাওয়ার, টংগ্যা ও ইউভ এবং খাগড়াছড়ি জেলার জাবারং, কেএমকেএস ও তৃণমূল। # বিজ্ঞপ্তি