আপডেটের সময়ঃ মে ২৫, ২০২৩
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকীতে গান ও কবিতায় নজরুলজয়ন্তী উদযাপন করেছে বচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস।
গতকাল ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর মেহেদীবাগস্থ প্রহর মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য দেন তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলাম।
আবৃত্তিশিল্পী আনিকা ইবনাত সূচির সঞ্চালনায় অনুষ্ঠানে নজরুলের গান ও কবিতায় অংশ নেন ভূবন দাশ ত্রয়ী, রাজেশ্বরী চৌধুরী, ঊর্মি নন্দী, লাকী দেবী, চিংকু রানী শীল, তাহাসির আরাফাত, অর্পিতা দাশগুপ্তা, প্রজ্ঞা লাবনী, রাহুল ঘোষ দস্তিদার, পূর্নিমা লালা, আফরোজা চৌধুরী, অপর্ণা দাশগুপ্তা, পিন্টু দাশ, পিয়া চৌধুরী, শারমিন মুস্তারী নাজু, সুমি বিশ্বাস, সুস্ময় পাল শুভ, এ এফ ফাহিম, সোহেল রানা, দেবদ্বীপ কান্তি দাশ, অঝর চৌধুরী, নিলয় পাল এবং মেহেরাজ উদ্দীন।
শিল্পীরা কবিতায় নজরুলের মানুষ, হিন্দু মুসলাম, দারিদ্র, গানের আড়াল, বিদায় অভিশাপ, পিছুডাক, ইশ্বর, নারী এবং গানে আমার আপনার চেয়ে আপন যে জন সহ বিভিন্ন গান কবিতায় নজরুলের লিখনীর নানা বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর রাতুল হাসান এবং অর্থ সম্পাদক নোটন কান্তি বিশ্বাস।