আপডেটের সময়ঃ জুলাই ৮, ২০২৩
ভারতের কলকাতা কলেজ স্ট্রিট রোডে কলেজ স্কয়ার পার্কে নির্মিত চট্টগ্রাম এর বীর সন্তান জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্যসেন, বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদার ও বিপ্লবী নির্মল সেনের আবক্ষমূর্তিতে গত ০৫ জুলাই বিকালে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের পক্ষ থেকে পুষ্পিত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
উপস্থিত ছিলেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, পরিষদের উপদেষ্টা নিহার রঞ্জন চৌধুরী ও মোঃ আবুল বসাক।
শ্রদ্ধা নিবেদন শেষে পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক তাৎক্ষণিক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, এই মহান বৃটিশ বিরোধী আন্দোলনের নেতাদের ভাস্কর্য নির্মাণ করার জন্য কলকাতা সূর্য সেন স্মৃতিরক্ষা কমিটি কলকাতাকে ধন্যবাদ জানান।
আরো বলেন, এটি বাংলাদেশের মানুষের জন্য গৌরবের বিষয়, ঠিক একইভাবে বেদনারও বিষয় বটে তার কারণ হিসেবে বলেন, জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ভাস্কর্য বাংলাদেশে নির্মাণ করা হলেও এখনো বিপ্লবী তারকেশ্বর দস্তিদার ও বিপ্লবী নির্মল সেনের ভাস্কর্য বাংলাদেশে নির্মাণ করা হয়নি। অর্থাৎ নিজ দেশে জন্ম গ্রহণ করেও পরবাসী, যাহা বাংলাদেশের মুক্তিকামী মানুষের জন্য খুবই লজ্জা এবং চিন্তার বিষয়। তাই বাংলাদেশ সরকারের কাছে জোর দাবী জানান দুই বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদার ও বিপ্লবী নির্মল সেনের ভাস্কর্য নির্মাণ করার জন্য। ## বিজ্ঞপ্তি