আপডেটের সময়ঃ এপ্রিল ২৩, ২০২২
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহনে “এপিএ ও জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানীত সচিব ড. ফেরদৌস জামান।
ডা. হাসিনা নাসরীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সভাপতি এপিএ টীম এর সভাপতিত্বে এবং মো. আলাউদ্দিন, সহকারি রেজিস্ট্রার ও ফোকাল পয়েন্ট এপিএ টীম এর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, ডিন, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদ, অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার উল হক, ডিন, নার্সিং অনুষদ ও মেডিকেল টেকনোলজি অনুষদ, অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, ডিন, ডেন্টাল অনুষদ, জনাব গোলাম দস্তগীর, সিনিয়র সহকারি পরিচালক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, জনাব রবিউল ইসলাম, সিনিয়র সহকারি পরিচালক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।