চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির ইফতার অনুষ্ঠিত


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ মার্চ ২০, ২০২৫

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ১৯ রমজান, ২০ই মার্চ (বৃহস্পতিবার) ২০২৫ খ্রিঃ ফৌজদারহাটের ডিসি পার্ক এ আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চমেবি এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালায়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ( উন্নয়ন) মোহাম্মাদ আবদুস সালাম খান এবং বেসিক সায়েন্স অনুষদের সম্মানিত ডিন ডা. অজয় দেব।

 

চমেবির অফিসার্স এসোসিয়েশনের সভাপতি উপ কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা ও সাধারণ সম্পাদক এম শাহাদাত হোসেন জুয়েলসহ বিভিন্ন দপ্তরের সহকারী রেজিস্ট্রার ও সেকশন অফিসার গ্ণ অংশগ্রহণ করেন।

 

চমেবির কর্মচারী সমিতির আহবায়ক আমীর আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চমেবি কর্মচারী সমিতির সদস্য সচিব মো. রাশেদুল আলম রাসেল।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আন্ত: বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এর সদস্য মো. শফিকুল আলম সোহেল। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন সাইফুল ইসলাম।

 

এছাড়াও কর্মচারী সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন শুভ, মো. আশরাফ উল করিম চৌধুরী, উম্মে হানী, নোমানুল হক, আব্দুল্লাহ আল মারুফ, গোলাম মোস্তফা নিশান, কামরুল হাসান শিবলী, মাহি আল জিসা, সুকান্ত বিশ্বাস, মামদুহা উমানা, ইন্তেজার, হারুন, নিগার, রাজ্জাকুল হায়দার চৌধুরী, শাহেদ আলমগীর জসি, রায়হান,বাবলু, রোমন, সাজ্জাদ হোসেন, রোকেন, রাজীব, সাহেদ, রনি, সানজিদা, ফয়সাল, মুজাহিদ, মিঠু, রবিউল, শামীম, চিনু, সুব্রত, শুভ , কলিম, আলতাফ, জয়ন্ত, আরমান সহ প্রমুখ।# বিজ্ঞপ্তি