আপডেটের সময়ঃ জুলাই ১৪, ২০২৫
আজ সোমবার (১৪ জুলাই) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে অডিও-ভিডিও প্রদর্শন, এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। সেই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে দশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আগামী ১৭ জুলাই শিক্ষক ও আহত শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হবে। ৫ আগস্ট বৃহত্তর পরিসরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন ও জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর সদস্য-সচিব ডা. মেহেরুন্নিছা খানমের উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ আলোচনা সভা উদ্বোধন করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল বলেন জুলাই বিপ্লবে নারীদের অবদান অনস্বীকার্য। তিনি নারীদের যথাযথ সম্মান প্রদান করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। অপর বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. একে ফজলুল হক বলেন জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে এবং সরকারীভাবে জুলাই বিপ্লবে আহতের পূর্নবাসনের ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করে মাননীয় উপাচার্য দোয়া ও মোনাজাত পাঠ করে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) মোহাম্মদ ইকরামুল হক খান, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, নির্বাহী প্রকৌশলী ইঞ্জি. ফরহাদ রশীদ, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. আলাউদ্দিন, সহকারী পরিচালক (অর্থ) মো. মিছবাহ ইবনে হাকীম সহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহন করেন। # বিজ্ঞপ্তি