চবি শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির চেষ্টা, ১০১ শিক্ষকের বিবৃতি


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ নভেম্বর ১, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য আইন বিভাগের শিক্ষক প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক এর সম্মানহানি করার উদ্দেশ্যে ফেসবুকে মিথ্যা, বানোয়াট এবং মানহানিকর পোস্টের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০১ জন শিক্ষক।

 

বিবৃতি শিক্ষকরা বলেন, আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে, গত কয়েক মাস ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অসংখ্য সম্মানিত শিক্ষককে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগতভাবে আক্রমন করার হীন চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশের স্বনামধন্য আইন গবেষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুকের নামে দূর্নীতির অভিযোগ সংবলিত একটি আবেদন দুদকে জমা দেওয়া হয়েছে মর্মে মিথ্যা সংবাদ ফেসবুকে প্রচার করে। ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এরূপ কোন অভিযোগ দুদকে জমা দেয়নি মর্মে ফেসবুকের মাধ্যমে স্পষ্ট করে জড়িত স্বার্থান্বেষী মহলকে প্রতিহত করার আহবান জানায়।

 

বিবৃতিতে শিক্ষকরা বলেন, সুনির্দিষ্ট কোন তথ্য-প্রমাণাদি উপস্থাপন না করে কল্পনাপ্রসূত এবং কুৎসাপূর্ণ একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার মাধ্যমে প্রফেসর আব্দুল্লাহ আল ফারুকের মতো পণ্ডিত শিক্ষকের সম্মানহানি করার অপপ্রয়াসকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিম্নস্বাক্ষরকারী শিক্ষকবৃন্দ তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং এই অনভিপ্রেত ঘটনায় প্রফেসর আব্দুল্লাহ আল ফারুক এর তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করি। এ ধরনের নিন্দনীয় কাজের সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।## – বিজ্ঞপ্তি