চমেকে করোনার টিকা নিতে আগ্রহীদের সংখ্যা বেড়েছে


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ৯, ২০২২

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে করোনার টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বেড়েছে। ফলে হিমশিম খেতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। চাপ সামলাতে বাড়ানো হয়েছে চারটি বুথ।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের স্থাপিত করোনা টিকাদান বুথে দেখা যায় এমন চিত্র।
গত দুই দিনের তুলনায় টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বেড়েছে। টিকা নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে সবাইকে।
চমেক হাসপাতাল পরিদর্শনে এসে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, “আগের তুলনায় টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা বাড়ছে। মানুষের মনে যে শঙ্কা ছিল তা দূর হয়ে গেছে। সরকার বয়স সীমা ৪০ করার পর মানুষের মধ্যে আরও আগ্রহ বেড়েছে। সুশৃঙ্খলভাবে ধৈর্য ধরে দাঁড়ালে সবাইকে আমরা টিকা দিতে পারব।”

তিনি বলেন, “চট্টগ্রামে যেসব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে সেখানে মানুষের ভিড় সামাল দিতে বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে।