আপডেটের সময়ঃ মে ৬, ২০২৫
চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের উদ্যোগে “Workshop on Teaching Methodology & Assessment” বিষয়ক তিন দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার ২য় দিনে চট্টগ্রাম শহরে অবস্থিত ১১টি নার্সিং কলেজের ০২ জন শিক্ষক ও অধ্যক্ষ মহোদয়গণ অংশগ্রহণ করেন। কর্মশালার ২য় দিনে অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ মহোদয়ের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসাবে উপস্হিত ছিলেন নার্সিং অনুষদের ডিন ডা. মেহেরুন্নিছা খানম ও রিসোর্স পারসোন হিসেবে উপস্স্থিত ছিলেন ডা. আফরোজা হক, সহযোগী অধ্যাপক, মেডিকেল এডুকেশন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ।
কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও বিএমডিসি এর সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. এ কে এম ফজলুল হক, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন, ডা. অজয় দেব । অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুজত পাল সহ বিভিন্ন নার্সিং কলেজের অধ্যক্ষবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরীন, উপ কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি মহোদয় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের উদ্দ্যেগে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান সমূহের নার্সদের শিক্ষা এবং সেবার মান উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি নার্সিং শিক্ষা ব্যবস্থার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। # বিজ্ঞপ্তি