আপডেটের সময়ঃ আগস্ট ৫, ২০২২
বিশ্বখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ ৫ আগস্ট শুরু হয়েছে।
চলতি বছর বিশ্বখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ বিশ্বজুড়ে উদযাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের উদ্যোগে আজ ৫ আগস্ট ২০২২ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ২ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।
আজ সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রের প্রাণ-পুরুষ। তিনি বাংলা চলচ্চিত্রকে বিশ্বের দরবারে সম্মানের আসনে প্রতিষ্ঠা করেছেন। তাঁর চলচ্চিত্রগুলো আমাদের কাছে শিক্ষণীয় হয়ে রয়েছে। চলচ্চিত্র ছাড়াও বিভিন্নভাবে বাংলা সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। এজন্য আমরা তাঁর কাছে ঋণী। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র তার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে এই বিশেষ আয়োজন করেছে। এ জন্য তাদের ধন্যবাদ। আমি ভারতীয় সহকারী হাই কমিশনকেও আন্তরিক ধন্যবাদ জানাই এই উৎসব আয়োজনে সহযোগিতা করার জন্য।’
ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন মেয়র মহোদয়কে তার আন্তরিক উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। তিনি চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রকে আন্তরিক ধন্যবাদ জানান এই উৎসব আয়োজনে উদ্যোগী হওয়ার জন্য। তিনি বলেন, ‘সত্যজিৎ রায় ভারতীয় তথা বাংলা চলচ্চিত্রকে বিশ্বে চলচ্চিত্রে সসম্মানে প্রতিষ্ঠিত করেছেন। বহুমুখী প্রতিভাবান এই মহান চলচ্চিত্রকারের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শৈবাল চৌধূরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লোকপ্রিয় বড়ুয়া।
ইতোপূর্বে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় সেমিনার। সেমিনারে ‘সত্যজিৎ রায়ের চলচ্চিত্র দর্শন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন কবি কমলেশ দাশগুপ্ত, সত্যজিৎ গবেষক আনোয়ার হোসেন পিন্টু, সংস্কৃতিজন ও লেখক আলম খোরশেদ, চলচ্চিত্র কর্মি মিজানুর রহমান এবং কবি মনিরুল মনির। সেমিনারের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শৈবাল চৌধূরী এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লোকপ্রিয় বড়ুয়া।
উদ্বোধনের পর প্রদর্শিত হয় সত্যজিৎ রায়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টু’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাঞ্চনঝঙ্ঘা’। আগামীকাল ৬ আগস্ট প্রদর্শিত হবে সকাল ১১টায় ‘শতরঞ্জ কে খিলাড়ি’, বিকাল ৩টায় ‘পথের পাঁচালী’, বিকাল ৩.১৫ মিনিটে ‘অশনি সংকেত’ ও ৭.১৫ মিনিটে সত্যজিৎ রায় পরিচালিত শেষ চলচ্চিত্র ‘আগন্তুক’।#