আপডেটের সময়ঃ আগস্ট ১৯, ২০২৩
বাঙালী জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “আমার চট্টগ্রাম”র উদ্যােগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীর মধ্যে সকালে কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও বাদে আছর বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শেষে সংগঠনের সভাপতি আলহাজ্ব সাদেক হোসেন চৌধুরী পাপ্পুর সভাপতিত্বে ও পংকজ রায়ের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও “আমার চট্টগ্রাম’র প্রধান পৃষ্টপোষক কেবিএম. শাহজাহান।
এসময় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, আওয়ামী লীগ নেতা সাধন দাস, শামসেদ খোকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল মতিন, এম.এ.এইচ মানিক, খায়রুজ্জামান বাবু, মনিরুল ইসলাম মনি, শাহাদাত হোসেন রনি, গিয়াস উদ্দিন রিফাত, সবুজ মিয়াজী, জাহিদ হোসেন টিটু, মোহাং মোস্তফা, শাহজাহান রুবেল, মুনসুর আলম রনি, আমিনুল ইসলাম আমিন, আফতাব উদ্দিন মাহমুদ ইমন, এড.সাজ্জাদ হোসেন জুয়েল,জাহাঙ্গীর হোসাইন, লায়ন মোহাং সুজন, ফয়সাল বাদশা, অপুধর রাজ, ইয়াছিন আরাফাত বাদশা,মোহাং নুর, মোহাং সিফাতুল হক, মুসাফির রকি ও মোহাং রবিন প্রমূখ নেতৃবৃন্দ।# বিজ্ঞপ্তি