আপডেটের সময়ঃ আগস্ট ৫, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মঙ্গলবার (০৫ ই আগষ্ট) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ সকাল ১০.০০ টায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন ও জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর সদস্য-সচিব ডা. মেহেরুন্নিছা খানমের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়, পরে মাননীয় উপাচার্যসহ সবাই শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন।
উল্লেখ্য যে, ছাত্র – জনতার জুলাই-আগষ্ট ২০২৪ গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের নিমিত্ত জুলাই পূনর্জাগরণ ২০২৫ অনুষ্ঠানমালার ধারবাহিকতা অনুসারে মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। ১৪ই জুলাই উইমেন্স ডে পালন, ১৭ জুলাই ১২ জন জুলাই যোদ্ধাকে সংর্বধনা দেওয়া হয়।
এছাড়াও পরিচালক অর্থ মো. ইকরামুল হক খান, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. আলাউদ্দিন, সহকারী পরিচালক (অর্থ) মো. মিছবাহ ইবনে হাকীম সহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহন করেন। # বিজ্ঞপ্তি