টঙ্গীতে লিগ আয়োজন নিয়ে বাফুফেকে ধুয়ে দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ৭, ২০২২

টঙ্গীর এ মাঠেই বছর জুড়ে চলে আর্চারির প্রস্তুতি। এশিয়ান গেমস, এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো প্রতিযোগিতা সামনে রেখে যথারীতি প্রস্তুতি নিচ্ছিলেন রোমান সানা, দিয়া সিদ্দিকীরা। কিন্তু হঠাৎ করে এ মাঠে লিগের খেলা শুরু হওয়ায় বন্ধ হয়ে গেছে আর্চারদের অনুশীলন। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন আর্চারি দলের কোচ মার্টিন ফ্রেডরিখ। বাফুফের কর্মকাণ্ডকে ‘বাজে রসিকতা’ বলে মন্তব্য করেছিলেন এই জার্মান কোচ।

শহীদ আহসানউল্লাহ মাস্টার টার্গেটবল প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে সোমবার এ ইস্যুতে কথা বলেন রাসেল। দুটি ভেন্যুতেই যদি প্রিমিয়ার লিগ হবে, তাহলে সারাদেশে এত স্টেডিয়াম করার অর্থ কি, সে প্রশ্ন রাখেন তিনি।

“বিশেষ করে ফুটবল ফেডারেশন ও আর্চারির মধ্যে যে ঝামেলাটি তৈরি হয়েছে, সেটা হওয়ার কথা নয়। গতবার আমরা যখন ফুটবলকে খেলার অনুমোদন দিয়েছিলাম শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে, তখন বলা হয়েছিল আর্চারি যেহেতু এটা ব্যবহার করছে, আর্চারির সঙ্গে আলোচনা করে তারপর সেটা ব্যবহার করবেন। আর্চারি যদি মনে করে আপনারা ব্যবহার করতে পারবেন, তাহলে পারবেন, নইলে আপনাদের অন্যত্র যেতে হবে। সেটা কিন্তু লেখাও ছিল।”

“কিন্তু গতবারও তারা (বাফুফে) সেটা করেনি। আর এইবার দেখলাম যে বিষয়টা আরও ভয়াবহ। সাতটি ভেন্যুতে ফুটবল খেলার কথা ছিল, কিন্তু সেটিতে না গিয়ে পরবর্তীতে চারটিতে নেমে আসে। চারটি থেকে কমতে কমতে দুটিতে আসল। আমার কথা হচ্ছে, সারা বাংলাদেশে যে তাহলে আমরা এত স্টেডিয়াম করেছি, সেটা কাদের জন্য করছি। কারা ব্যবহার করবে? কে খেলবে এ সব স্টেডিয়ামে? এসব মাঠে যদি খেলাগুলোকে না নিয়ে যাওয়া হয়, আমরা যে সরকারিভাবে কোটি কোটি টাকা খরচ করে স্থাপনাগুলো তৈরি করছি, এগুলো তো পুরোটাই বিফলে যাবে।”