দীপশিখা’র আয়োজনে খেলাঘর এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ মে ৬, ২০২৫

জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর এর ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো চট্টগ্রাম মহানগরীর শাখা আসর দীপশিখা খেলাঘর আসর।

 

এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসরের সহসভাপতি রুমা বিশ্বাস। সাধারণ সম্পাদক রুবেল দাশ প্রিন্স এর সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ-সভাপতি কবি আশীষ সেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সাবেকুন নাহার ঝর্ণা, আসর সহ-সভাপতি অধ্যাপক ইন্দিরা চৌধুরী, বনবিহারী চক্রবর্তী, শিক্ষিকা কৃষ্ণা মিত্র, দিপু শর্মা ও নিলয় দে।

 

দীপশিখা খেলাঘর আসর এর সংগীত প্রশিক্ষক অধ্যাপক সুচিত্রা চৌধুরীর পরিচালনায় আসরের ভাই-বোনেরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে। সবশেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মাধ্যমে বর্ণিল এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। # বিজ্ঞপ্তি