দীপশিখা খেলাঘর আসরের আয়োজন ‘বঙ্গবন্ধু মরে নাই’


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ আগস্ট ৩১, ২০২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান ও কথা মালায় স্মরণ করলো দীপশিখা খেলাঘর আসর।

 

দীপশিখা খেলাঘর আসর সভাপতি শ্রীমতি জয়ন্তী লালার সভাপতিত্বে ও সহ-সভাপতি অধ্যাপক ইন্দিরা চৌধুরীর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আসরের সাধারণ সম্পাদক রুবেল দাশ প্রিন্স। খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ-সভাপতি কবি আশীষ সেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী ও সম্পাদক মন্ডলীর সদস্য মনোয়ার জাহান মনি।

 

আসরের সংস্কৃতিক সম্পাদক টিনা বিশ্বাসের সংগীত পরিচালনায় গানে অংশ নেন পৃথ্বী দেব নাথ, অম্রিত চৌধুরী, প্রেমা কর্মকার, অদ্রিত চৌধুরী, স্নেহা শীল মম, শারদীয়া পাল, ঋদিতা দাশ, জয়ীতা দাশ, অদ্রিতা চৌধুরী, নিবেদিতা দেবী, মুগ্ধ দেব নাথ, অন্তিকা দাশ, অদ্বিতীয়া শর্মা, সাদিয়া আক্তার, নীরব মল্লিক, অদ্রিতা দাশ গুপ্ত, হিমাদ্রী পালিত, আরাধ্যা পালিত, আরাধ্যা মল্লিক, আয়ুশ দেরিজু, রিমা কর্মকার, চাঁদনী আক্তার মিনু, শ্রাবন্তী দাশ, রাতুল ভট্টাচার্য ও অংকিতা আচার্য।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপশিখা খেলাঘর আসরের সংগঠক অনামিকা চৌধুরী, অপরাজিতা পাল, অনামিকা নাথ, রুমা চৌধুরী, মনি শীল, কৃষ্ণা মিত্র, সোনিয়া বেগম, দিপু শর্মা, নিলয় দে, লিপি কর্মকার, রুমা বিশ্বাস, স্নিগ্ধা আচার্য, কাবেরী আইচ।

নেতৃবৃন্দ বলেন বঙ্গবন্ধু শিশু-কিশোরদের ভালোবাসতেন বলেই স্বাধীন বাংলাদেশে শিশু একাডেমী প্রতিষ্ঠা করেন।
আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিজেদেরকে তৈরি করার আহ্বান জানান।## বিজ্ঞপ্তি