দুই দিনের বৃষ্টির পর পঞ্চগড়ে আবার শৈত্যপ্রবাহ


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ৯, ২০২২

দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরের এই জনপদে ঝলমলে রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে।

গত দুই দিন তেঁতুলিয়ার তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। গতকাল শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন তেঁতুলিয়ায় সারা দেশের সর্বোচ্চ ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। দিনভর সূর্যের দেখা না মেলায় খুব বেশি বাড়তে পারেনি দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সন্ধ্যা ছয়টায় তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গত শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন তেঁতুলিয়ায় ১৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ওই দিনও দিনভর দেখা মেলেনি সূর্যের।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। চলতি শীত মৌসুমে মাঝেমধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও এনিয়ে দুই দফা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে উত্তরের আকাশে মেঘ জমতে শুরু করে। এতে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। শুক্রবার সকাল ছয়টার দিকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বাড়তে থাকে শীতের তীব্রতা। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনভর সূর্যের মুখ দেখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে বেড়ে যায় ঝোড়ো বাতাসের পরিমাণ। দিনভর থেমে থেমে চলে বৃষ্টি। বিকেলে বাতাস ও বৃষ্টির পরিমাণ কমে গেলেও সন্ধ্যার পর আবার শুরু হয় বৃষ্টি। থেমে থেমে এই বৃষ্টি চলে গতকাল ভোর পর্যন্ত। এরপর কিছু সময় বিরতি দিয়ে গতকাল বেলা ১১টার পর থেকে আবারও শুরু হয় বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুই দিন ধরেই অনুভূত হচ্ছে তীব্র শীত।