নতুন প্রজম্মকে আবু মুছা চৌধুরীর মতো সাহসী হতে হবে


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ জুলাই ৮, ২০২৩

বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে নৌকমান্ডো আবু মুছা চৌধুরীর অপারেশনগুলো মাইলফলক। এসব অপারেশন মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় ত্বরান্বিত করেছিল।

বীর মুক্তিযোদ্ধা, নৌকমান্ডো আবু মুছা চৌধুরীর প্রথম মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র আয়োজিত শোকসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. মাহফুজুর রহমান নতুন প্রজম্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ার জন্য আবু মুছা চৌধুরীর মতো সাহসী হওয়ার আহবান জানান।

 

তিনি বলেন, কারও স্বীকৃতি কিংবা কোনো খেতাবের জন্য মুছা যুদ্ধে যাননি। দেশপ্রেমের অদম্য স্পৃহায় দশম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় যুদ্ধে গিয়েছিল। তাঁদের দেশপ্রেমের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটাই আমাদের জন্য বড় পাওয়া।

 

সোলায়মান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী, অধ্যাপক দিলীপ কান্তি দাশ, মুজতবা কামাল, অধ্যাপক মনোজিত কুমার ধর, অধ্যাপক ইসহাক উদ্দিন, অধ্যক্ষ নাজিম উদ্দীন, মশিউর রহমান খান, আবদুল মাবুদ, জসিম উদ্দিন, আবু তাহের, কামাল পাশা, নারায়ণহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ এবং পরিবারের পক্ষে আবু মুছা চৌধুরীর ভাগিনা ও বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসীন কাজী।### – বিজ্ঞপ্তি