আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ৫, ২০২২
পিরোজপুরের নাজিরপুরে হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ায় মোজাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে প্রধান আসামি মোয়াজ্জেম হোসেন সিকদার মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মোজাহিদুল উপজেলার রঘুনাথপুর গ্রামের ছাত্রদল নেতা শামসুল হক হত্যা মামলার দুই নম্বর সাক্ষী। মোজাহিদুলের বাড়ি রঘুনাথপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৮ মার্চ উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও সে সময়ের চেয়ারম্যান তৌহিদুল ইসলামের নির্বাচনী প্রচারণা শেষে শামসুল হক বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় শামসুল হকের বড় ভাই মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে ৪৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গত ২৯ জানুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্তের জন্য রঘুনাথপুর গ্রামে যায়। তখন মামলার দুই নম্বর সাক্ষী মোজাহিদুল সাক্ষ্য দেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মোজাহিদুল খেজুরতলা বাজারের টুটুল হোসেনের কীটনাশক বিক্রির দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মামলার প্রধান আসামি মোয়াজ্জেম হোসেন সিকদারের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল মোজাহিদুলের ওপর হামলা করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করলে হামলাকারীরা চলে যান। আহত মোজাহিদুল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মোজাহিদুল বলেন, ‘হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জের ধরে আমার ওপর হামলা করেন মোয়াজ্জেম।’ মোয়াজ্জেম হোসেন সিকদার মুঠোফোনে বলেন, ‘আমার সঙ্গে মোজাহিদের কথা–কাটাকাটি হয়েছে। হামলার অভিযোগটি সঠিক নয়।’
নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহিদুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।’