আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ৫, ২০২২
ষষ্ঠ ধাপের নির্বাচনে সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল ঘোষণার সময় প্রতিপক্ষের হামলায় আহত ইউপির সদস্য প্রার্থীর ছেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার বেলা একটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ওই যুবকের নাম মারুফ আহমদ (২৫)। তাঁর বাবা মো. ছোয়াব আলী কামাল বাজার ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন। মারুফ ইউনিয়নের গুপ্তেরগাঁও গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচনের ফলাফলে ৬ নম্বর ওয়ার্ডের দুই ইউপি সদস্য প্রার্থী ছোয়াব আলী ও আমীর আলী সমানসংখ্যক ভোট পেয়েছেন। এ নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে প্রতিপক্ষের হামলায় মারুফ গুরুতর আহত হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার সময় দুই পক্ষের সংঘর্ষের পর ছোয়াব আলী গত ১ ফেব্রুয়ারি মামলা করেছেন। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ছোয়াব আলীর ছেলের মৃত্যুর ঘটনাটির বিষয়ে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ছোয়াব আলী ও আমীর আলী সমানসংখ্যক ভোট পাওয়ায় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে পুনরায় ভোট গ্রহণের জন্য নতুন করে এখনো দিন ধার্য করা হয়নি।