আপডেটের সময়ঃ জানুয়ারি ৭, ২০২৩
নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম এর গ্যালারি হলে গত ৬ জানুয়ারি ২০২৩ তারিখ, শুক্রবার সন্ধ্যা ৬টায় সদ্য প্রয়াত
ইংরেজি সাহিত্যের অনন্যসাধারণ শিক্ষক, অনুবাদক, প্রাবন্ধিক এবং শুদ্ধ সংগীতের যশস্বী রসগ্রাহী প্রফেসর
তপনজ্যোতি বড়ুয়া”র প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্য এক শোকসভার আয়োজন করেন “সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পারিষদ বাংলাদেশ।
প্রথমপর্বে প্রফেসর তপনজ্যেতি বড়ুয়া’র প্রতিকৃতি তে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সদারঙ্গ এর শিক্ষার্থীবৃন্দ। এরপর এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্যে দিয়ে তাঁর প্রতি উপস্থিত সকল কর্তৃক শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
প্রফেসর তপনজ্যেতি বড়ুয়া’র প্রিয় রাগ ছিল ইমন। সেই রাগ ইমনের সুরে পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী কর্তৃক রচিত “সুর দাতা নাহি আইয়ে” বন্দিশটি পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধা জানান সদারঙ্গ এর দুই শিক্ষার্থী রাজীব দাশ ও প্রমিত বড়ুয়া। তাঁদের দুইজনের যুগলবন্দীতে যন্ত্রণানুসঙ্গে ছিলেন তবলায় রাজীব চক্রবর্তী, হারমোনিয়ামে ফাল্গুনী বড়ুয়া এবং তানপুরাতে রিণী পালিত।
দ্বিতীয়পর্ব ছিল স্মৃতিচরণে। প্রফেসর তপনজ্যেতি বড়ুয়া’র সংক্ষিপ্ত জীবনী এবং সদারঙ্গ এর প্রতিষ্ঠাতা পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী কর্তৃক লিখিত বক্তব্য পাঠ করেন প্রমিত বড়ুয়া। সদারঙ্গ এর সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী এর সভাপতিত্বে স্মৃতিচারণপর্বে বক্তব্য রাখেন সমাজের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ।
কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন বলেন , তপন জ্যোতি বড়ুয়া একজন আড়াল প্রেমিক মানুষ। সেই আড়ালে অন্য কেউ প্রবেশ করতে পারেনি। সেই আড়াল ঘরে ছিল শুধুই জ্ঞানেরই জ্যোতি।
ইউএসটিসি’র প্রাক্তন উপাধ্যক্ষ ড. প্রভাত চন্দ্র বড়ুয়া বলেন , তপন জ্যোতি বড়ুয়া ছিলেন একজন মহান শিক্ষক, মিতভাষী, আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষ।
সাদারঙ্গ এর সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন , তপন জ্যোতি বড়ুয়া ছিলেন বিরল প্রতিভার অধিকারী। সাহিত্যের মানুষ হয়েও উচ্চাঙ্গ সংগীতের বিশেষ রসগ্রাহী ছিলেন।
আলোচক হিসাবে বক্তব্য রাখেন প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, প্রফেসর ড. সহিদউল্লাহ, ডা. প্রীতি প্রসুন বড়ুয়া,
ডা. চন্দন দাশ, শিল্পী মালবিকা দাশ, প্রকোশলী রূপক সেন, ড. অনিমেষ চক্রবর্তী, সুজাসময় চৌধুরী, দেবযানি বড়ুয়া, গোকুল বড়ুয়া ও রুচিরা বড়ুয়া প্রমুখ।
প্রফেসর তপনজ্যেতি বড়ুয়া’র সৃষ্টিকর্ম স্বরূপ: ইংরেজি – বাংলা সাহিত্য ও সংগীতদর্শন বিষয়ে বিভিন্ন সময়ে লেখা এবং অনুবাদগুলো সংরক্ষণের নিমিত্ত সংকলন করে রাখার জন্য বক্তারা জোর দাবি জানান।
উল্লেখ্য যে, সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ এর দীর্ঘকালীন কার্যকরী সহ-সভাপতি ও উপদেষ্টা প্রফেসর তপনজ্যোতি বড়ুয়া সম্প্রতি ১৮ ডিসেম্বর ২০২২ তারিখের দিবাগত রাত ২টায় ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালের শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর ১০ মাস।
১৯৫১ সালের ২৭ জানুয়ারি প্রফেসর তপনজ্যোতি বড়ুয়া জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী ইউনিয়নের জামিজুরী গ্রামে। তাঁর বাবা প্রয়াত দানবীর নলিনী রঞ্জন বড়ুয়া ও মাতা প্রয়াত লীলা বড়ুয়া। শৈশবকাল থেকে তিনি অত্যান্ত মেধাবী ছিলেন। দোহাজারী জামিজুরী এ রহমান উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষায় মেধা তালিকায় কৃতিত্বের সাথে স্ট্যান্ড করেন। এরপর চট্টগ্রাম কলেজের অধ্যয়ন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক হিসাবে যোগদান করেন। এরপর হায়দ্রাবাদ থেকে পিএইডি ডিগ্রি অর্জন করেন।
তিনি দীর্ঘদিন ধরে ‘সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ’ এর কার্যকরী পরিষদের সহ-সভাপতি এবং পরবর্তীতে সম্মানিত উপদেষ্টা হিসাবে ছিলেন।# বিজ্ঞপ্তি