আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ৬, ২০২২
প্রিমিয়ার ব্যাংকের ব্যবসা সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর রেনেসাঁ হোটেলে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান এইচ বি এম ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালক শফিকুর রহমান, ইমরান ইকবাল, আবদুস সালাম মুর্শেদী, জামাল জি আহমেদ ও নাহিয়ান হারুন। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম রিয়াজুল করিম প্রমুখ।
সম্মেলনে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল আশা প্রকাশ করে বলেন, সাফল্যের প্রবণতা চলতি বছর ব্যাংকিং খাতে প্রিমিয়ার ব্যাংকের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। করোনাকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা অন্তর্ভুক্ত করে ব্যাংকিং কার্যক্রম আরও সম্প্রসারণের পরামর্শ দেন তিনি।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম বলেন, গত বছরের প্রতিকূল পরিস্থিতির অভিজ্ঞতা চলতি বছর কাজে লাগাতে পারলে বাংলাদেশ হবে সারা বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত। চতুর্থ শিল্পবিপ্লবের আধুনিক প্রযুক্তি—আইওটি, ব্লক চেইন ও রোবোটিকস ইত্যাদির ব্যবহার করে দ্রুত কৌশলগত পরিকল্পনা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের ১২৬টি শাখার ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধানেরা চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ব্যাংক ব্যবসায় উন্নয়ন কর্মকৌশল ও চ্যালেঞ্জের ওপর গুরুত্ব আরোপ করেন।