আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ৫, ২০২২
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সুবিধাজনক ভূ-রাজনৈতিক অবস্থানে থাকায় অনেক দেশ আমাদের সমুদ্রসীমায় প্রবেশ করতে চায়। সে কারণে বিদেশিরা গুম-খুন বা মানবাধিকারের কথা বলে চাপ দিচ্ছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশ’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, ভূ-রাজনৈতিকভাবে একটা ভালো জায়গায় বা অবস্থানে আছি। আমাদের অবস্থানের কারণেই আমরা সবার চক্ষুশূল। আমাদের চারপাশে বড় বড় দেশ। তারা আমাদের সমুদ্রে আসতে চায়। তাদের আসল উদ্দেশ্য কিন্তু মানবাধিকার নয়। আসল উদ্দেশ্য গুম-খুন নয়। আসল উদ্দেশ্য এগুলো চাপ দিয়ে কিছু ফায়দা লুট করা।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রতিবছর লাখখানেক লোক নিখোঁজ হয়। সেখানে পুলিশ প্রতিবছর হাজারখানেক লোক বিনা বিচারে মেরে ফেলে। ওটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমরা চাই, আমাদের দেশে এমন ঘটনা না ঘটুক। একটা লোকও বিনা বিচারে না মারা যাক।’