আপডেটের সময়ঃ আগস্ট ৮, ২০২৩
চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৪ তম জন্ম বার্ষিকীতে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের আগামীর ফজিলাতুন্নেছা মুজিবদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা “বেগম ফজিলাতুন্নেছা আমার মা” বই উপহার দেওয়া হয় ।
এই সময় সংক্ষিপ্ত আলোচনা সভা চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি আবদুর রশিদ লোকমান এর সভাপতিত্বে, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নুর,বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ডঃ মহাশ্বেতা রায়, অধ্যাপক একরামুল হক, ,নিরুপম মল্লিক,সুবির কান্তি দাশ চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি যথাক্রমে মোঃ হেলাল উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, মুহাম্মদ আজিজ মিছির, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, কলেজ শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন খায়রুন্নেচছা মাকলুন, রাজিয়া আক্তার, সানিয়া জাহান রিমা, সুমাইয়া আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফসর তানমিনা আক্তার নূর বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একজন সৎ, ধৈর্যশীল এবং সাহসী নারী ছিলেন । মহান স্বাধীনতা সংগ্রামে তিনি বঙ্গবন্ধুর সহচর্যে থেকে এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারান্তরিন থাকা কালেও আওয়ামীলীগ ও নেতাকর্মীদের মাঝে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন । একটি মুক্ত, স্বাধীন বাংলাদেশ গঠনে উনার ভূমিকা ছিল অপরিসীম । একজন নারী হিসেবে উনার সাহসী ভূমিকা আমাদের গর্বিত করে । নারী সমাজসহ সকলের উচিত উনার জীবন থেকে শিক্ষা নিয়ে সেই আলোকে নিজেদের জীবন গড়ে তোলা ।# বিজ্ঞপ্তি