আপডেটের সময়ঃ মার্চ ২৯, ২০২২
মুক্তিযুদ্ধের চেতনায় প্রজন্ম গড়তে খেলাঘর আন্দোলন বেগবান করতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে জন্ম নেওয়া জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির আওতাধীন পাহাড়তলীস্থ শাখা আসর মৈত্রী খেলাঘর আসরের সম্মেলন গত ২৫ মার্চ ২০২২ইং শুক্রবার অনুষ্ঠিত হয়। সকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠ সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী।
সাংগঠনিক অধিবেশনে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ সভাপতি ড. বেনু কুমার দে, কবি আশীষ সেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তপন মজুমদার। বিকাল ৪টায় শেখ রাসেল শিশু উদ্যোন মুক্ত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ. কিউ এম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খেলাঘর সহ সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, কবি আশীষ সেন, ক্রীড়া সংগঠক ফরিদ আহমেদ, মোক্তার হোসেন, মিজানুর রহমান ইউনুছ, মৈত্রী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রকৌশলী আয়েশা আক্তার নাজু।
সভাপতিত্ব করেন আসর সভাপতি কবি মাহবুবুল আলম সাবু। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী শেষে ২০২২ থেকে ২০২৪ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয় কবি মাহবুবুল আলম সাবু, সাধারণ সম্পাদক প্রকৌশলী আয়েশা আক্তার নাজু। অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়তে খেলাঘরের নিরলস পথচলা। মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞান মনস্ক সৎ ও যোগ্য নাগরিক গড়ে তুলতে খেলাঘর আন্দোলন বেগবান করতে হবে।