বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়ের বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগ


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ জুলাই ২৮, ২০২২

বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়ের বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বোর্ডের এসি ব্যবহার সীমিত করার পাশাপাশি প্রধান কার্যালয়ের বৈদ্যুতিক পাখা এবং বৈদ্যুতিক বাতি ব্যবহার কমানোর উদ্যোগ করেছে বোর্ড।

 

বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম এনডিসি পিএসসির নির্দেশনায় বোর্ডের সচিব মোহাম্মাদ রুহুল এই উদ্যোগ গ্রহণ করেন।

 

বোর্ডের মোট ব্যবহৃত বৈদ্যুতিক পাখা এবং বাতির ২৫% বন্ধ রাখার জন্য বাতি এবং ফ্যানের সুইচের উপর কালো স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে।যেগুলো সার্বক্ষণিক বন্ধ থাকবে।

 

কালো স্টিকার লাগানোর ফলে সংশ্লিষ্ট ব্যবহারকারী যাতে সবসময় স্মরণে রাখে যে এসব বাতি এবং ফ্যান সার্বক্ষণিক বাতি বন্ধ রাখতে হবে। তবে দাপ্তরিক প্রয়োজন হলে সচল রাখতে পারবে।

 

গত এক সপ্তাহ ধরে এই পদ্ধতিতে বিদ্যুৎ ব্যবহার করছে চা বোর্ড।