আপডেটের সময়ঃ মার্চ ২৯, ২০২৫
চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোসিয়েশনর দোয়া ও ইফতার মাহফিল চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ঈদ শুধু ধনী-গরিব নয় সবার জন্যই আনন্দের বার্তা নিয়ে আসে। তাই সমাজের সামর্থ্যবানদের উচিত এই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। আমাদের সমাজে অনেক শিশু দারিদ্র্যের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। আপনারা সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান এবং সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করুন।
সংগঠনের পরিচালক দিলীপ কুমার দাশের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি এনায়েত কবির, ট্রেজারার মো. মাসুদ হোসেন, পরিচালক ফেরদৌস হুদা চৌধুরী, পরিচালক সুজন কুমার দত্ত, পরিচালক গোলাম কিবরিয়া জগলু, পরিচালক মো. দেলোয়ার হোসেন কিরণ এবং পরিচালক চৌধুরী শরাফত করিম কাউসার।## বিজ্ঞপ্তি