বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এর উদ্যোগে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ সেপ্টেম্বর ২৩, ২০২৩

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, চট্টগ্রাম এর উদ্যোগে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম গতকাল আসকার দীঘির পাড়স্হ রামকৃষ্ণ মিশন সেবাশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সকাল দশ ঘটিকায় এ মহতি সেবাকার্যের উদ্বোধন করেন মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সুযত পাল।

 

এসময় আরও উপস্থিত ছিলেন বেলুড় মঠের সন্ন্যাসী স্বামী বিশ্বনাথানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ, প্রফেসর ডা. আমিন উদ্দিন এ খান, প্রফেসর ডা. প্রদীপ দত্ত, প্রফেসর ডা. মুজিবল হক খান, ডা. মুহাম্মদ গোলাম ফারুক, প্রফেসর ডা. আশরাফ আলী ও ডা. তপন শীল প্রমুখ।

 

বক্তারা বলেন, স্বামী বিবেকানন্দ শিবজ্ঞানে জীবসেবার যে ধারণা দিয়ে গেছেন, তার আজ আমরা বাস্তব প্রয়োগ দেখতে পাচ্ছি। কেউ জীবনে স্কুলে না গেলেও ডাক্তারের কাছে অবশ্যই যেতে হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের লক্ষ্য হচ্ছে পরমাত্মার সাথে নিজেদের মিলন ঘটানো। আজ যারা সেবা নিতে এসেছেন, দরিদ্র নারায়ণ জ্ঞানে তাদের সেবা দিতে পারলে পরমাত্মার সেবা করা হবে।

 

এ চিকিৎসা সেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন মেরিন সিটি মেডিকেল কলেজ, চট্টগ্রাম এবং সমন্বয় করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের গভর্নিং বডির সদস্য প্রফেসর ডা. বাসনা মুহুরি। বিনামূল্যে ঔষধ বিতরণ করেন ইনসেপটা, অপসোনিন, রেনাটা, এলবিয়ন, এবং রয়েল ফার্মা। এ সেবা কার্যক্রমে প্রায় ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন বিভাগে ৭০০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। # – বিজ্ঞপ্তি