মমতা স্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ৭, ২০২২

বেসরকারী উন্নয়ন সংগঠন মমতা’র পরিচালিত নগরীর দক্ষিন হালিশহরস্থ মমতা স্কুল এন্ড কলেজের নবনির্মিত ভবন সোমবার ৭ই ফেব্রæয়ারী উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মমতা স্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন।

মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম জোসেফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ এর সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। উপস্থিত ছিলেন পিকেএসএফ এর উপ-মহাব্যবস্থাপক দীপেন কুমার সাহা ও উপ-ব্যবস্থাপক মো. ফজলে হোসাইন, মমতা’র সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচালক সুব্রত বড়–য়া, ইকবাল আল মাহামুদ, প্রিয়তোষ দাশ, নাহিদ ফারহানা প্রমুখ।

এছাড়াও মমতা স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন প্রধান অতিথি পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন। এদিকে একই দিনে মমতা’র একজন নারী উদ্যোক্তার প্রকল্প পরিদর্শন, মমতা’র সিনিয়র কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও নগরীর লালখান বাজারস্থ মমতা মাতৃসদন এর কার্যক্রম পরিদর্শন করেন। মাতৃসদন পরিদর্শনকালে মমতা’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কন্সাল্টেন্ট, চিকিৎসক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. জসীম উদ্দিন বলেন, আর্থ-সামাজিক উন্নয়নে মমতা যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিকার অর্থে অন্যান্য সংস্থার জন্য অনুকরনীয় এবং প্রশংসার দাবিদার। মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ এর নেতৃত্বগুনে সংস্থাটি ইতোমধ্যে তার কর্মীদের মাঝেও একটি মানবীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।