আপডেটের সময়ঃ এপ্রিল ২৫, ২০২২
বন্দর নগরীর নানা প্রান্তে রমজানের শুরু থেকে প্রতিদিন দুই হাজারের বেশি মানুষকে ইফতার বিতরণ করছেন সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। তিনি বলছেন, প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর আদর্শকে বুকে ধারণ করে মানুষের পাশে দাঁড়াতেই এই প্রয়াস।
নিয়মিত ইফতার বিতরণের অংশ হিসেবে সোমবার বিকালে নগরীর নন্দনকানন, ডিসি হিল, লাভ লেইন, নেভাল এভিনিউ ও পুরাতন বিমান অফিস এলাকায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। রমজানের প্রথম দিন থেকে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ব্যানারে এই ইফতার বিতরণ কার্যক্রম চলছে।
সোমবার বিকেলের আয়োজনে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, যে কোন দুর্যোগ সংকটে কিংবা পবিত্র সময়ে মহিউদ্দিন চৌধুরী সাধারণ মানুষের পাশে থাকতেন। এগুলো মূলত উনারই কাজ। মহিউদ্দিন ভাইয়ের জীবদ্দশায় তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। মানুষের মুখে খাবার তুলে দিতে পারলেই তিনি সবচেয়ে বেশি আনন্দ পেতেন। তিনি রমজানে হাজার হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করতেন আর আমরা কর্মীরা সারাদিন খেটে কর্ম সম্পাদন করতাম। আজকে তিনি আমাদের মাঝে নেই। কিন্তু নেতার শিক্ষাগুলো বুকে ধারণ করে আমরাও চেষ্টা করছি যৎসামান্য মানুষের পাশে দাঁড়াতে।
হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, পুরো মাহে রমজান মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ও সিয়াম সাধনার মাস। এই একটি মাস আমরা ধনী গরিব সবাই সারাদিন অভুক্ত থেকে রোজা রাখি। তাই রোজায় যেমন ধনী গরিবের ভেদাভেদ নেই, তেমনি ইফতারেও ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে অবস্থাসম্পন্ন সকলের প্রতি আহ্বান জানান বাবর।
এ সময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সদস্য ওমর ফারুক, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা এম কুতুবউদ্দীন চৌধুরী, মোহাম্মদ তসলিম, মো. মোরশেদ আলম, কাজী দেলোয়ার হোসেন, দীপংকর বাপ্পা, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবু শাদাত সায়েম, মো. জাহেদ, মো. দেলোয়ার হোসেন, হোসাইন আহমেদ রুবেল, আবু তাহের রানা, কামরুল হাসান প্রমুখ।