আপডেটের সময়ঃ জুলাই ১৪, ২০২৫
বেসরকারী উন্নয়ন সংস্থা ‘মমতা’ মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনবদ্য অবদানের জন্য জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (ক্লিনিক)’ এর পুরষ্কার লাভ করেছে। সোমবার রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ পুরষ্কার প্রদান করা হয় মমতাকে। ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এবারের বিশ্ব জনসংখ্যা দিবস।
অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ্ ন‚রজাহান বেগম এর নিকট থেকে এ পুরষ্কার গ্রহণ করেন একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ। মমতা ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’ হিসেবে এ পর্যন্ত ১৭ বার এই গৌরব অর্জণের অধিকারী হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী।
এদিকে চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতেও ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (ক্লিনিক)’ এর পুরষ্কার লাভ করেছে মমতা। শ্রেষ্ঠ সংগঠন হিসেবে জাতীয় পুরষ্কার প্রাপ্তির অভিমত প্রকাশে মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, ‘বেসরকারী পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য সেবায় মমতা সারাদেশের মধ্যে একটি ব্রান্ড এবং সরকারের সহায়ক শক্তি। মা ও শিশু স্বাস্থ্য সেবায় চট্টগ্রামে মমতা যুগান্তকারী ভুমিকা পালন করে আসছে তাই সরকারের নিকট হতে এ স্বীকৃতি অর্জণ আমাদের তথা চট্টগ্রামবাসীর জন্য গৌরব। মমতা একার নয় বরং সমস্ত চট্টগ্রামবাসী এর পুরষ্কারের অংশীদার।’ এই গৌরবোজ্জ্বল মুহুর্তে মমতা তার সকল স্তরের কর্মকর্তা ও কর্মীদের বিশেষত; কন্সাল্ট্যান্ট, মেডিকেল অফিসার,প্যারামেডিক, নার্স, সুপারভাইজার, স্বাস্থকর্মী ও আউট্রিচ ওয়ার্কারসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছে। # বিজ্ঞপ্তি