মেঘমল্লার খেলাঘর আসরের শিশু উৎসব


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ মার্চ ১৯, ২০২৩

মেঘমল্লার খেলাঘর আসরের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু উৎসব উদযাপিত হয়েছে।

 

১৭ মার্চ শুক্রবার বিকাল ৩টায় সীতাকুন্ড পৌরসভা প্রাঙ্গনে মেঘমল্লার খেলাঘর আসর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজন করে শিশু উৎসব। শিশু উৎসবের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. বেণু কুমার দে।

 

পায়রা উড়িয়ে শিশু উৎসবের উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা সীতাকু- সদর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। এতে প্রায় ৩ শতাধিক শিশু কিশোর ভাই-বোন ও অভিভাবক অংশগ্রহণ করে।

 

এ উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেন। মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুমদারের সভাপতিত্বে শিশু উৎসবের আলোচনায় প্রধান অতিথি ছিলেন সীতাকুন্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম। প্রধান আলোচক ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম।

 

সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত পালের সঞ্চালনায় শিশু উৎসবের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ-সভাপতি শিক্ষাবিদ অজিত আইচ, কবি আশিষ সেন, উন্নয়ন সংগঠক পলাশ চৌধুরী, সুরাঙ্গন খেলাঘর আসরের সভাপতি গল্পকার দেবাশীস ভট্টাচার্য, সীতাকুন্ড প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক নাছির উদ্দিন অনিক, সীতাকুন্ড সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক শোয়ায়েব মুহামদ, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য আলোক চৌধুরী, রুবেল দাশ প্রিন্স, সুরাঙ্গন খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক মুন্নি সেন।

 

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে অতিথি ও শিশু কিশোররা কেক কেটে জন্মদিন উদ্যাপন করে। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সমিরন ভট্টাচার্যের পরিচালনায় শতাধিক শিশু কিশোরের অংশগ্রহণে সাংস্কৃতিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে মেঘমল্লার খেলাঘর আসর ও সুরাঙ্গন খেলাঘর আসরের ভাই-বোনেরা। অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন উৎসবের অতিথিবৃন্দ।# বিজ্ঞপ্তি