মেঘমল্লার খেলাঘর আসরের সাংস্কৃতিক উৎসব সম্পন্ন


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ এপ্রিল ৩, ২০২২

শিশু-কিশোর মনজগত বিকাশে সংস্কৃতি চর্চার বিকল্প নেই জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি সীতাকুন্ডস্থ শাখা আসর মেঘমল্লার খেলাঘর আসরের সাংস্কৃতিক উৎসব গতকাল শুক্রবার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবে সকালে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন সীতাকুস্থসাংস্কৃতিক পরিষদের সভাপতি নারী নেত্রী সুরাইয়া বাকের। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক জাহিদুল ইসলাম চৌধুরী বিটু।

সভাপতিত্ব করেন আসর সভাপতি তপন মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ-সভাপতি কবি আশীষ সেন, সুরাঙ্গণ খেলাঘর আসরের সভাপতি গল্পকার দেবাশীস ভট্টাচার্য্য, নজরুল সংগীত শিল্পী সংস্থা চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক এনামুল হক, মহানগরী কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রুবেল দাস প্রিন্স, সাবেকুন নাহার ঝরনা, আসর সহ-সভাপতি অধ্যাপক উত্তম চৌধুরী, অমর শীল, সুরাঙ্গণ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মুন্নি সেন, মেঘমল্লার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সুজিত পাল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট সংগীতশিল্পী মানু মজুমদার, মো. এনামুল হক, তৃপ্তি বিশ্বাস জলি, বনানী শেখর রুদ্র, জয়া দত্ত ও হিল্লোল দাশ সুমন। দ্বিতীয় পর্বে খেলাঘরের ছোট্ট ভাইবোনদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করে সুরাঙ্গণ খেলাঘর আসর ও মেঘমল্লার খেলাঘর আসরের ভাই-বোনেরা। তৃতীয় পর্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য চিকিৎসক খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ একিউএম সিরাজুল ইসলাম, এতে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন উন্নয়ন সংগঠন ইপসা পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভার শুরুতে দেশবরণ্য সাংস্কৃতিক সংগঠক আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ এর মৃত্যুতে সকলে দাঁড়িয়ে শোক প্রকাশ করে। খেলাঘর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবে অতিথিদের খেলাঘরের গর্বের লাল স্কার্ফ পরিয়ে দিয়ে বরণ করে নেয় শিশু-কিশোর ছোট্ট বন্ধুরা। উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব সমিরন ভট্টাচার্যের সঞ্চালনায় পুরস্কার বিতরণ পর্বে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে চারটি বিভাগে সর্বোচ্চ পুরস্কার পেয়ে স্বস্তিকা চৌধুরী সেরা বিজয়ী নির্বাচিত হন এবং সংগঠন ভিত্তিক সর্বোচ্চ অংশগ্রহণকারী এবং পুরস্কার প্রাপ্ত প্রতিযোগী বিবেচনায় সুরাঙ্গণ খেলাঘর আসরকে ‘সেরা বন্ধু সংগঠন’ হিসেবে সম্মাননা পদক প্রদান করা হয়।

সর্বমোট সতেরটি বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের পদক এবং সনদ প্রদান করা হয়। বক্তারা বলেন, শিশু-কিশোর মনজগত বিকাশে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। সীতাকুন্ড অঞ্চলে ৪৪ বছর ধরে সে কাজটি করে যাচ্ছে মেঘমল্লার খেলাঘর আসর- যা সাধুবাদ পাওয়ার যোগ্য।