রফিক আহামদ এর গ্রন্থ সংকলন দিনান্তের দিনলিপি’র মোড়ক উন্মোচন


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ মার্চ ৫, ২০২২

আবির প্রকাশন হতে প্রকাশিত ও মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ গ্রন্থ সংকলন ‘দিনান্তের দিনলিপি’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২রা মার্চ বুধবার বিকাল ৪টায় নগরীর হালিশহরস্থ মমতা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দার খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রখ্যাত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে এক আলোচনা সভায় সম্মানীত আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রথম আলো চট্টগ্রাম অফিসের বার্তা সম্পাদক কবি ও সাংবাদিক ওমর কায়সার, আবির প্রকাশনের প্রকাশক মুহম্মদ নুরুল আবসার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। এছাড়াও বক্তব্য রাখেন মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। অনুষ্ঠানে আবির প্রকাশনের পক্ষ হতে মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশাজীবী, সমাজসেবী, লেখক ও বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করেন মমতা’র সাধারণ সম্পাদক মনসুর মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, সমাজসেবার এক উজ্জ্বল প্রতীক আলহাজ্ব রফিক আহামদ বিভিন্ন মনীষী ও বিখ্যাত ব্যক্তিদের অমীয় বানী সমুহ সংকলনের মাধ্যমে সাহিত্যের প্রতি ও মানুষের প্রতি কল্যানময়ী মনোভাব ফুটিয়ে তুলেছেন। এটি অবশ্যই মানুষের জীবনে শান্তি ও সৌহাদ্য বর্ধনের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বলে আমি মনে করি।