রামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি ও বার্ষিক উৎসব ১২- ১৪ মার্চ


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ মার্চ ১১, ২০২৪

যুগাবতার শ্রীশ্রী রামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি ও বার্ষিক উৎসব ১২- ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।

 

যুগাবতার শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৯ তম জন্মতিথি ও বার্ষিক উৎসব আগামী ১২-১৪ মার্চ চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

 

অনুষ্ঠান পর্বে রয়েছে – প্রথম দিন মঙ্গলবার ভোর ৫টা’য় মঙ্গলারতি, বেদপাঠ,ভজন সঙ্গীত । সকাল ৭টা’য় – জপধ্যান ও প্রার্থনা। সকাল ৮টা’য় – শ্রীশ্রী ঠাকুরের বিশেষ পূজা, ভোগ ও হোম। সকাল ১০টা’য়- শ্রীশ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ ও ভক্তিগীতি। দুপুর ১টা’য়- প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা সাড়ে ৭টা’য় আলোচনা সভা, বিষয় – ‘শ্রী রামকৃষ্ণদেবের ভাবাদর্শ’।

 

দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় -‘মানব কল্যাণে স্বামী বিবেকানন্দ বিষয়ক আলোচনা সভা এবং অনুষ্ঠানের ৩য় দিন বৃহস্পতিবার সন্ধ্যায় – ‘লোকজননী শ্রী মা সারদাদেবী’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

তৃতীয় দিন ব্যাপী বার্ষিক উৎসব অনুষ্ঠানে সকলের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন সেবাশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ।# – বিজ্ঞপ্তি