রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে বার্ষিক উৎসব শুরু মঙ্গলবার


এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৩

রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৮তম জন্মতিথি ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের বার্ষিক উৎসব মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।

 

উৎসবের প্রথম দিন মঙ্গলবার ভোর ৫টায় মঙ্গলারতি, বেদপাঠ ও ভজন, সকাল ৭টায় জপধ্যান ও প্রার্থনা, সকাল ৮টায় শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজা, ভোগ ও হোম, সকাল ১০টায় রামকৃষ্ণ পুঁথি পাঠ ও ভক্তিগীতি পরিবেশন এবং দুপুর একটায় প্রসাদ বিতরণ করা হবে।

 

উৎসব চলাকালে প্রতিদিন সন্ধ্যারতির পর সেবাশ্রম প্রাঙ্গনে  বিষয় ভিত্তিক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। – বিজ্ঞপ্তি