আপডেটের সময়ঃ জুলাই ৮, ২০২৫
চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে গুরুপূর্ণিমা আগামী ১০ জুলাই পালন করা হবে।
আগামী ১০ জুলাই ২বৃহস্পতিবার চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রম প্রাঙ্গণে ভগবান ব্যাসদেবের শুভ আবির্ভাব তিথি তথা গুরুপূর্ণিমা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান পর্বে রয়েছে ভোর ৫টায় মঙ্গলারতি, বাল্যভোগ, বেদ পাঠ ও ভজন সংগীত, সকাল ৭ টায় সমবেত জপ-ধ্যান ও প্রার্থনা, সকাল ৮ টায় শ্রীশ্রীঠাকুরের বিশেষ পূজা, ভোগ, হোম ও ভজন সঙ্গীত এবং দুপুর ১টায় প্রসাদ ধারণ।
সন্ধ্যারাত্রিকের পর: গুরুপূর্ণিমা ও সাধন ভজন বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সকলের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন সেবাশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ। # বিজ্ঞপ্তি