রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রামে দুর্গা পূজার সময়সূচি

১৩ অক্টোবর রবিবার দশমীর অঞ্জলি দেয়া হবে সকাল ৮টা ৪৫ মিনিটে

এখন চট্টগ্রাম ডেস্ক।

আপডেটের সময়ঃ অক্টোবর ৭, ২০২৪

রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রামে প্রতিবারের মত এবারও ছয় দিনব্যাপী দুর্গা পূজার আয়োজন করা হয়েছে।

 

এবার পূজা শুরু হবে ৮ অক্টোবর মঙ্গলবার পঞ্চমী তিথিতে দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে। পরদিন ৯ অক্টোবর বুধবার সকাল ৬টা ৩০ মিনিটে দেবী দুর্গার ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে।

 

১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টায় সপ্তমী বিহিত পূজা আরম্ভ হবে। অঞ্জলি দেয়া হবে বেলা ১২টা ৪৫ মিনিটে।

 

১১ অক্টোবর শুক্রবার সকাল ৬টায় মহাষ্টমী বিহিত পূজা শুরু হবে। অষ্টমীর অঞ্জলি দেয়া হবে বেলা ১১টা ১৫ মিনিটে। এদিন বেলা ১২টা ১৩ মিনিটে সন্ধী পূজা শুরু হবে এবং বেলা ১টা ১ মিনিটের মধ্যে সন্ধি পূজা শেষ হবে।

 

১২ অক্টোবর শনিবার মহানবমী পূজা শুরু হবে সকাল ৭টা ৩৫ মিনিটে। নবমীর অঞ্জলি প্রদান করা হবে বেলা ১২টা ৪৫ মিনিটে।

 

১৩ অক্টোবর রবিবার দশমীর অঞ্জলি দেয়া হবে সকাল ৮টা ৪৫ মিনিটে (অঞ্জলির মন্ত্র অনলাইনেও পাওয়া যাবে)। দশমী বিহিত পূজান্তে সকাল ৯টা ৩০ মিনিটে দর্পন বিসর্জন দেয়া হবে। সন্ধ্যারাত্রিকের পর প্রতিমা নিরঞ্জন ও শান্তির জল গ্রহণ করা হবে।

 

রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রামে শ্রী শ্রী দুর্গাদেবী দর্শনের সময়সূচি হলো সপ্তমী, অষ্টমী ও নবমীতে প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এবং বিকাল ৩টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত।

 

রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রামের সম্পাদক স্বামী শক্তিনাথানন্দ জানান, পুজা চলাকালে প্রতিদিন সকাল ৮টায় পূজাতত্ত্ব নিয়ে আলোচনা হবে। ## – বিজ্ঞপ্তি