আপডেটের সময়ঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৩
নলুয়া শ্রীশ্রী রক্ষাকালী মায়ের ৫৬তম আবির্ভাব তিথি ও শিবু চতুর্দ্দশী উপলক্ষে সর্বজনীন ধর্মসভা ষোড়শপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও মেলা ১৮, ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি শনি, রবি, সোমবার ও মঙ্গলবার নলুয়া রক্ষাকালী বাড়ী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
১৮ ফেব্রুয়ারি মহতী ধর্মসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯ ও ২০ ফেব্রুয়ারি ষোড়শপ্রহর ব্যাপী তারকব্রহ্ম নামযজ্ঞ। মহানাম পরিবেশন করবেন শ্রীশ্রী শিখাশ্রী সম্প্রদায় গোপালগঞ্জ, শ্রীশ্রী রাধেশ্যাম সম্প্রদায় গোপালগঞ্জ, শ্রীশ্রী বলদেব জিউর সম্প্রদায় নোয়াখালী, শ্রীশ্রী মানবমুক্তি সম্প্রদায় সিলেট ও শ্রীশ্রী স্বামী চিন্তাহারী সম্প্রদায় চট্টগ্রাম।
চারদিন ব্যাপী এ মহতী আয়োজনে সবাইকে উপস্থিত থাকার জন্য উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি মিন্টু কারণ, অর্থ সম্পাদক সুমন চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক শিপ্লব বিশ্বাস সবাইকে অনুরোধ জানিয়েছেন। # বিজ্ঞপ্তি